কুমিল্লার পদুয়ার বাজার বাইপাস এলাকায় গাড়ি চাপায় এক স্বাস্থ্যকর্মী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬২৫ বার পড়া হয়েছে
কুমিল্লার পদুয়ার বাজার বাইপাস এলাকায় গাড়ি চাপায় এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
গেলো রাত ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর গ্রামের আবদুর রাজ্জাক তার স্ত্রীর জন্য পদুয়ার বাজার থেকে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবদুর রাজ্জাক বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় ছিলেন।