কুমিল্লার চৌদ্দগ্রামে পিক-আপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকসহ দু’জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে পিক-আপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালকসহ দু’জন নিহত হয়েছে।
সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন, চৌদ্দগ্রামের কালিকাপুর গ্রামের নুর আহাম্মদের ছেলে সিএনজি অটোরিকশা চালক পেয়ার আহাম্মদ ও যাত্রী লুদিয়ারা গ্রামের বজলুর রহমানের ছেলে মো. বাহার মিয়া। এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পেয়ার আহাম্মদ তাঁর অটোরিকশায় যাত্রী নিয়ে আমজাদের বাজার এলাকা থেকে চৌদ্দগ্রাম যাওয়ার পথে নানকরা বাজার এলাকায় পৌছলে পিক-আপভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোরিকশা চালক পেয়ার আহাম্মদ ও যাত্রী বাহার গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যায়।