কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ৩জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০২:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পের কাছে কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। এছাড়া আগুনে পুড়ে গেছে বেশকিছু দোকান ও স্থাপনা।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমদাদুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটায় উখিয়ার কুতুপালং বাজারের একটি দোকানে আগুন লাগে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি এখনও।খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ সময় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া আগুনে পুড়ে গেছে বেশকিছু দোকানপাট ও বিভিন্ন স্থাপনা।এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এর আগে, গত ২২ মার্চ কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সরকারি হিসেবে সেই অগ্নিকাণ্ডে ১১জনের মৃত্যু হয়, আনুমানিক ৪৫ হাজার মানুষ ঘরহারা হয়ে পড়ে।