কুঠার দিয়ে চার শিশুকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
ব্রাজিলের ব্লুমেনাউ নগরীর এক কিন্ডারগার্টেনে কুঠারের আঘাতে অন্তত চার শিশুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় আরো চার শিশু আহত হয়েছে। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল ভোরে ২৫ বছর বয়সি এক যুবক কুঠার হাতে ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে নির্বিচারে হামলা চালায়। পরে হামলাকারি আত্মসমর্পণ করে এবং এখন সে পুলিশ হেফাজতে আছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ। হামলার সময় ওই কিন্ডারগার্টেনে প্রায় ৪০টি শিশু ছিল। ঘটনার বর্ণনায় বলা হয়, হামলাকারী প্রাচীর টপকে ওই কিন্ডারগার্টেনে প্রবেশ করে এবং নির্বিচারে কুঠার চালায়। এ হামলার পর নগর কর্তৃপক্ষ আজ ব্লুমেনাউ নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। রাজ্যের গভর্নর তিন দিনের শোক ঘোষণা করেছেন। গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
















