কাশ্মীর ইস্যুতে আজ রাতে বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৬৭০ বার পড়া হয়েছে
কাশ্মীর ইস্যুতে আজ রাতে বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। চীনের চাপে এই বৈঠক হচ্ছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে, কাশ্মীরের জনগণের প্রতি মালয়েশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। তিনি অভিযোগ করেন, ভারত সরকার কাশ্মীরের জনগণের সঙ্গে অন্যায় আচরণ করছে। আর কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে সেখানে ছায়া যুদ্ধ থামানো হয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাপ্রধান এমএম নারভানে। অন্যদিকে, পাঁচ মাস বন্ধ থাকার পর আজ আংশিকভাবে চালু হয়েছে কাশ্মীরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। কিছুদিন আগে সেখানকার মোবাইল ইন্টারনেট পরিষেবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে পুনরায় পরিষেবা চালু করেছ ভারতের কেন্দ্র সরকার। তবে এখনো বন্ধ রয়েছে কাশ্মীরের সামাজিক যোগাযোগমাধ্যম।