কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ

- আপডেট সময় : ০৯:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। প্রোটিয়া দূর্গে হারের বৃত্ত ভেঙ্গে প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট মানলেও গেলো কয়েক দিনের অনুশীলন আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশ দলকে। সেঞ্চুরিয়নে ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়।
প্রস্তুতির পালা শেষ এবার মাঠে লড়াইয়ের অপেক্ষায় টিম বাংলাদেশ। শুক্রবার প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তামিমের দল।
দক্ষিণ আফ্রিকা সফর মানেই বাংলাদেশের হাহাকার। দেশটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের প্রাপ্তির খাতা একেবারেই শূন্য। তাই আরও একবার সেখানে অধরাকে ধরার হাতছানি তামিমদের সামনে। সে আশায় বুক বাঁধছেন ক্রিকেটার-টিম ম্যানেজমেন্ট।
এক সঙ্গে তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহকে পাচ্ছে বাংলাদেশ। তবে, সিরিজে জুনিয়ররাও পাচ্ছেন আলাদা গুরুত্ব।
দু’দলের ১৭ দেখায় এগিয়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪ জয় বাংলাদেশের আক্ষেপ। প্রোটিয়া মাটিতে আরও বিবর্ণ বাংলাদেশ, ৯ দেখায় নেই জয়ের অভিজ্ঞতা। যে ক্ষতে এবার প্রলেপ দিতে চায় তামিম, মুশফিকরা।
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সবসময় চ্যালেঞ্জিং বাংলাদেশের জন্য। এবারও প্রোটিয়াদের পাশাপাশি সেঞ্চুরিয়নে বাতাসের সঙ্গে পাল্লা দিতে টাইগারদের।