কাল থেকে শুরু হচ্ছে চতুর্থ দফা লকডাউন
- আপডেট সময় : ১২:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৬০১ বার পড়া হয়েছে
কাল থেকে দেশজুড়ে শুরুহচ্ছে চতুর্থ দফা লকডাউন। ঈদের কেনাকাটার জন্য দোকান ও শপিংমল খোলা থাকলেও গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে আসেনি সরকার। এদিকে, ৩ দফা লকডাউনের ২১ দিনে কমে এসেছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার।
২৫ এপ্রিল থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্তের পর ক্রেতা সমাগম প্রতিদিন বাড়ছে। এর মধ্যে গণপরিবহন চালুর ঘোষণা দিলেও দেশে করোনার সংক্রমণের হার কমাতে আবারো নতুন দফায় লকডাউন শুরু হচ্ছে কাল থেকে। ৩ সপ্তাহে করোনার সংক্রমণ ২৩ শতাংশ থেকে কমে ১৩তে এসে দাঁড়িয়েছে। সংক্রমণের এই হার ধরে রাখতে বিধিনিষেধের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণ ঠেকাতে এখন ডাবল মাস্ক পরিধানের ওপর জোর দিচ্ছেন তারা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ২২৮ জন। আর নতুন ৩ হাজার ৩১ জন রোগী শনাক্তে মোট আক্রান্ত ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জন।

























