কারিগরি শিক্ষার উপর সমাজের প্রচলিত ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে : শিক্ষামন্ত্রী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
 - / ১৬১০ বার পড়া হয়েছে
 
কারিগরি শিক্ষার উপর সমাজের প্রচলিত ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে’ এমন মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুপুরে সোনারগাঁও ইউনিভার্সিটির ১ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, “কারিগরি শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। এ জন্য শুধু গতানুগতিক অনার্স মাস্টার্স পাশ না করে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। এ জন্য কারিগরি শিক্ষার ক্ষেত্রে সমাজের প্রচলিত মতবিশ্বাসের পরিবর্তন করতে হবে। ” অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাফর ইকবাল। সমাবর্তনে ৩ জনকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল ও ৬৩ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর’স গোল্ড মেডেল প্রদান করা হয়।
																			
																		














