কানের লালগালিচায় এঞ্জেলিনা জোলির রাজকীয় রূপে মোহিত বিশ্ব

- আপডেট সময় : ০৭:৫৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫০৫ বার পড়া হয়েছে
চলচ্চিত্রপ্রেমীদের অন্যতম আকর্ষণ কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এর লালগালিচায় এবার নজর কাড়লেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এঞ্জেলিনা জোলি । তার রাজকীয় উপস্থিতি, অনবদ্য ফ্যাশন ও আত্মবিশ্বাসে ভরা আচরণ মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
এবারের উৎসবে তিনি এসেছেন তার নতুন চলচ্চিত্র “মারিয়া”-এর প্রিমিয়ারে অংশ নিতে। ছবিটি বিখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবনভিত্তিক, যেখানে জোলি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। দর্শক-সমালোচকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে এই চলচ্চিত্রটি, আর লালগালিচায় তার উপস্থিতি যেন সেই উত্তেজনায় আরও ইন্ধন যোগাল।
এদিন জোলি পরেছিলেন আইভরি রঙের অফ-শোল্ডার ভ্যালেন্তিনো গাউন, যার উপর সোনালি সূচিকর্ম তাকে এনে দিয়েছে এক রূপকথার রানীর আবহ। ন্যাচারাল মেকআপ, ক্লাসিক হেয়ারস্টাইল আর হালকা হীরার অলঙ্কারে তিনি যেন হয়ে উঠেছিলেন রেড কার্পেটের জীবন্ত শিল্পকর্ম। পাশেই ছিলেন তার কন্যা শিলোহ জোলি-পিট, যিনি একটি মিনিমালিস্ট কালো গাউনে দারুণ স্টাইল স্টেটমেন্ট দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়েছে জোলির ছবি ও ভিডিও। নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তার সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে তোলার অসাধারণ ক্ষমতা ও ফ্যাশন সেন্সের জন্য।
চলচ্চিত্র বিশ্লেষকরা বলছেন, “এঞ্জেলিনা জোলি শুধু একজন অভিনেত্রী নন, তিনি নিজেই এক সাংস্কৃতিক প্রতীক। কানের মঞ্চে তার প্রতিটি আগমন যেন ইতিহাসের অংশ হয়ে ওঠে।”
এবারের কানের উৎসবে আরও কিছুদিন চলবে চমকপ্রদ প্রদর্শনী ও পুরস্কার প্রদান। এর মাঝে জোলির এই রাজকীয় উপস্থিতি নিঃসন্দেহে এবারের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে থাকবে।