কানাডার একটি বাড়িতে ৪ জনকে গুলি করে হত্যা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি বাড়িতে ৪ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দেশেটির ভ্যাঙ্কুবারের রিচমন্ড থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার রাত নাগাদ তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এলাকাটিতে সহিংসতার হার একেবারেই কম হওয়ায় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে দেশটিতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের সংখ্যা বাড়ায় হত্যার ঘটনা বেড়ে চলেছে বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।

 
																			 
																		
























