কাজ না করে চাকরিতে বহাল আছেন চুয়াডাঙ্গার তিন শিক্ষক

- আপডেট সময় : ০১:৩৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
কাজ না করে চাকরিতে বহাল আছেন চুয়াডাঙ্গার তিন শিক্ষক। এর মধ্যে এক শিক্ষিকা পাড়ি জমিয়েছনে সুদূর আমেরিকায়। অন্য দুজন থাকছেন ঢাকায়। নানা সময় নানা অজুহাতে ছুটি নিয়ে কর্মস্থলে অনুপস্থিত তারা। চুয়াডাঙ্গার হাজরাহাটি ও ভিমরুল্লা প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে প্রশাসন।
২৮ মার্চ থেকে মে পর্যন্ত ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা। তিন মাস পরেও কর্মস্থলে যোগ দেননি তিনি। প্রতিষ্ঠানটির আরেক সহকারী শিক্ষিকা নীনা শাহরিয়ার গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয়ে অনুপস্থিত। এদিকে, উপজেলার ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নীপা শাহরিয়ার নামে আরেক শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত দীর্ঘদিন।
এ অবস্থায় শিক্ষক সংকটে ধুঁকছে হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। কাগজে কলমে ৮ জন শিক্ষকের জায়গায় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে পাঠদান করছেন মাত্র ৩ জন। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
প্রধান শিক্ষক ও ২ জন সহকারী শিক্ষকের অনুপস্থিত প্রশাসনিক সমস্য হচ্ছে। এদিকে, কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন পাচ্ছে ওই শিক্ষকরা। এতে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মাঝে।
অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে। চাকুরী বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়ার সুপারিশ করা হয়েছে।
তিন শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।