কাজাখস্তানে সরকার-বিরোধী বিক্ষোভ দমনে গুলি চালিয়ে হত্যার নির্দেশ
- আপডেট সময় : ০৮:০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
কাজাখস্তানে সরকার-বিরোধী বিক্ষোভ দমনের মধ্যে নিরাপত্তা বাহিনীকে কোনও সতর্কীকরণ ছাড়াই গুলি চালিয়ে ‘দস্যু’ এবং ‘সন্ত্রাসীদের’ হত্যার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভ। শুক্রবার টিভিতে সম্প্রচারিত এক ভাষণে তিনি এই নির্দেশ দেন।
তোকায়েভ বলেছেন, দেশের মূল নগরী আলমাতিতে হামলা চালিয়েছে ২০ হাজারের মতো ‘দস্যু’। তারা রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করছে। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাজাখস্তানে শুরু হওয়া বিক্ষোভের কেন্দ্রস্থল হয়ে উঠেছে এই আলমাতি নগরী। ‘দস্যু-সন্ত্রাসীরাই’ এই বিক্ষোভ-সংঘর্ষ,অস্থিরতার হোতা বলে অভিযোগ প্রেসিডেন্টের। দেশে অস্থিরতার জন্য তোকায়েভ মূলত বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছেন। যদিও এর কোনও প্রমাণ তিনি দেননি। কাজাখ স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত চলমান অস্থিরতায় ২৬ জন ‘সশস্ত্র অপরাধী’ এবং নিরাপত্তা বাহিনীর ১৮ জন সদস্য নিহত হয়েছে।
























