চার খুনের আসামি রায়হানুলের ৫ দিনের রিমান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ার চার খুনের মামলায় গ্রেফতার রায়হানুলকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেফতার করেছে সিআইডি।
দুপুরে আমলী আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক ইয়াসমীন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন। সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার আদালতে তাকে সোপর্দ করা হয়। ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক শফিকুল ইসলাম। রোববার দুপুরে দুই পক্ষের যুক্তিতর্ক শুনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান। গত ১৫ অক্টোবর ভোর কলারোয়ার খলশি গ্রামে মাছ ব্যবসায়ী শাহিনুল ইসলামসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়। রাতে শাশুড়ি ময়না খাতুন মামলা করেন। মামলার তদন্ত করছে সিআইডি।