করোনা সংকটে চরম বিপাকে রাজধানীর নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী

- আপডেট সময় : ০৯:০৩:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
করোনা সংকটে চরম বিপাকে রাজধানীর নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী। এরই মধ্যে কেউ হারিয়েছেন চাকরী, কারো বন্ধ ব্যবসা-বাণিজ্য। সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অসহায় মানুষগুলো। সংসার চালাতে না পেরে এরই মধ্যে ঢাকাও ছেড়েছেন হাজার হাজার পরিবার। অনেকেই পেশা পরিবর্তন করে শাক-সব্জি কিংবা ফলমূল বিক্রি ও হকারী করে কোনমতে জীবন-যাপনের চেষ্টা করছেন।
শেরপুর নালিতাবাড়ির, মোহাম্মাদ আবদুর রহিম, থাকেন রাজধানীর ভাটারা এলাকায়, পেশায় গাড়ী চালক হলেও করোনার থাবায় হারিয়েছেন চাকরি, তাই সংসার চালাতে বাধ্য হয়েই বিক্রি করছেন ডাব। এতেও চার জনের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
শুধু মোহাম্মাদ আবদুর রহিমই নয় করোনার ভয়াল থাবায় তছনছ হয়েছে হাজারো আব্দুর রহিমের জীবন।
করোনার প্রভাব পড়েছে নিম্ন ও মাঝারি ব্যবসায়ও। চাহিদা কমে যাওয়ায় উৎপাদন বন্ধের পথে অনেক প্রতিষ্ঠান। ব্যয় কমাতে এরইমধ্যে কর্মচারি ছাটাই করেছেন অনেকেই।
এই ক্ষতি পুষিয়ে উঠতে সরকারের সহয়তা চান তারা।