রোগীদের বেড সমস্যা মেটাতে এবার সল্টলেক স্টেডিয়ামকেই করোনা হাসপাতালে রূপান্তর
- আপডেট সময় : ০৯:০০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের হাসপাতালে করোনা রোগীদের বেড সমস্যা মেটাতে এবার সল্টলেক স্টেডিয়ামকেই করোনা হাসপাতালে রূপান্তর করেছে রাজ্য সরকার।
আপাতত সেখানে ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে জেনারেল বেড করা হয়েছে ২১০টি। তবে থাকছে না কোনও ইন্টেভসিভ কেয়ার ইউনিট। করোনা চিকিৎসার পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে টিকা দেয়ার কর্মসূচিও পরিচালিত হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে এখানে সহায়তা করবে কলকাতার আমরি হাসপাতাল। আমরি হাসপাতালের তরফ থেকে জানানো হয়, সল্টলেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিৎসার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখনে অক্সিজেনের সুবিধা থাকলেও, জরুরি পরিষেবা আপাতত পাওয়া যাবে না। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর পশ্চিমবঙ্গ জুড়ে পর্যাপ্ত বেড না থাকায় চিকিৎসা সঙ্কট তৈরি হয়। এই সমস্যা কাটিয়ে উঠতে এর আগেও কয়েকটি স্টেডিয়ামকে করোনা চিকিৎসায় ব্যবহারের উদ্যোগ নেয়া হয়। কয়েক দিন আগে যাদবপুর স্টেডিয়ামকে করোনা হাসপাতালে রূপান্তর করা হয় ।























