করোনা মোকাবিলায় সরকারী বিধি নিষেধ বাড়লো ৩০ মে পর্যন্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
করোনা মহামারি মোকাবিলায় সরকার ঘোষিত বিধিনিষেধের মেয়াদ আরেক দফা বাড়লো। নতুন নির্দেশনায় বলা হয়েছে আগামী ৩০ মে পর্যন্ত দেশবাসীকে এই বিধিনিষেধ মেনে চলতে হবে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক লকডাউনের সময়সীমা বাড়ানো হয়।
আদেশে বলা হয়েছে, পূর্বের শর্তগুলো কার্যকর থাকলেও আন্তঃজেলা গণপরিবহন চলার এবং হোটেলে বসে খাবার অনুমতি দেয়া হয়েছে। আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সবাইকে মাস্ক পরাসহ সব নির্দেশনা মানতে হবে। হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলো আসন সংখ্যার অর্ধেক গ্রাহক বসে খাবার খেতে পারবে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে সব সচিবকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় গত ৫ এপ্রিল থেকে ‘লকডাউন’ ঘোষণা করা হয়।






















