করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা ।
আজ দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৭২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৩ হাজার ৩৯৯ জন আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৪ হাজার ৫৪৬ জনে। চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গেলো ২৪ ঘন্টায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে আরো ৮৬ জনের। যাদের ৮১ জনেই হুবেই প্রদেশের। এদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছে।
গেলো বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্তত ২৫টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। চীনের মূল ভূখন্ডের বাইরে এতে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক জন ও হংকংয়ে অপর একজনের মৃত্যু হয়েছে।