করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ও মাদারীপুরে দু’জনের মৃত্যু হয়েছে
- আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / ১৬০৩ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ও মাদারীপুরে দু’জনের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনায় আক্রান্ত হয়ে ওমর আলী নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হলো। মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহমুদুর রহমান জানান, বেশ কয়েকদিন আগে ওমর আলীর করোনা উপসর্গ- জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর তিনি ৯ জুলাই নমুনা দেন এবং ১০ জুলাই তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
এদিকে, মাদারীপুরে শহিদুল ইসলাম নামে একজন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা গেছেন। তার বাড়ি শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নে। এ নিয়ে মাদারীপুরে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫ জন।






















