করোনা উপেক্ষা করে জমে উঠেছে ঈদের বাজার

- আপডেট সময় : ০২:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাকে উপেক্ষা করে ফরিদপুরে জমে উঠেছে ঈদের বাজার। মার্কেটগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী তদারকি করছে বলে জানান, পুলিশ সুপার। শেষ মুহূর্তে মৌলভীবাজারের মার্কেটেও হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। বিধি নিশ্চিতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমান আদালত। এদিকে, দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে দোকানিরা পোশাকের দাম বেশি নিচ্ছে বলে ক্ষোভ জানায় কুষ্টিয়ার ক্রেতারা।
মহামারী করোনাকে উপেক্ষা করে ফরিদপুরে জমে উঠেছে ঈদের বাজার। সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছে বিক্রেতারা।তবে, স্বাস্থ্যবিধি মানছেনা ক্রেতা-বিক্রেতারা। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বের ব্যপারে দিচ্ছে নানা অজুহাত।তদারকির পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে, পুলিশ সুপার।
মৌলভীবাজারে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই গভীর রাত পর্যন্ত বিপনিবিতানে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। স্বাস্থ্যবিধি নিশ্চিতে চালানো অভিযানে জরিমানা করা হচ্ছে বলে জানায়, প্রশাসন।সব বয়সী মানুষ গাদাগাদি করে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে বড় বাজার রেলগেট এলাকার মার্কেটগুলোয় কেনাকাটা করছে। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে দোকানিরা বেশি দাম নিচ্ছে বলে অভিযোগ করে ক্রেতারা।অতিরিক্ত দাম হওয়ায় অভিজাত শপিং মলে ক্রেতাদের তেমন ভিড় নেই। তবে, স্বাস্থ্যবিধি মেনে চলছে তারা।
কেনাকাটা নির্বিঘ্ন রাখতে শহরের পাঁচটি পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে প্রতিমুহুর্তে নজরদারি করা হচ্ছে বলে জানায় পুলিশ।ঈদের পর করোনা সংক্রমণ বাড়ার আশংকা করছে শহরের সচেতন মানুষ।