করোনা উপসর্গ নিয়ে ফেনী ও মৌলভীবাজারে দু’জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে ফেনী ও মৌলভীবাজারে দু’জনের মৃত্যু হয়েছে। তবে উপসর্গে থাকা রোগীদের বেশিরভাগেরই করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনরা।
ফেনীতে করোনা উপসর্গ নিয়ে নুরজাহান নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। ফেনী জেনারেল হাসপাতালে আইসালেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা। এদিকে, মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে মনা মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় মৌলভীবাজার হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।