করোনা আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে তিনজন ও মাদারীপুরে একজনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশনে ভর্তি অবস্থায় শনিবার বিকাল সাড়ে ৫টায় শিল্পী আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার পৌরসভার ৯ ওয়ার্ডের বড়কাপন এলাকায়। অপর দিকে, শ্রীমঙ্গল শহরের সবুজবাগ আবাসিক এলাকায় করোনা আক্রান্ত হয়ে কাঞ্চন চক্রবর্তী শ্যামল রাত সাড়ে ১০টায় ও দেবেশ রঞ্জন দত্ত রাত সোয়া ১১টায় সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।
করোনা আক্রান্ত মাদারীপুরের শিবচরে গেলরাতে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি জ্বর সর্দি ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করলে তার করোনা শনাক্ত হয়।