করোনা আক্রান্ত হয়ে মাদারীপুর ও সাতক্ষীরায় দুইজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে মাদারীপুর ও সাতক্ষীরায় দুইজনের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে। কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলো সে । সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. অখিল সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যায়।
করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন মাহমুদ হোসেন নামে আরো একজনের মৃত্যু হয়েছ। মৃত ব্যক্তি শহরের কাটিয়া মাঠপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।






















