করোনা আক্রান্ত দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান মারা গেছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান মারা গেছেন। গেলরাতে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে তিনি মারা যান।
মৃত এসএম আরিফুর রহমান প্রায় ২ সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হন। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গত ১৯ আগষ্ট তাকে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। ২০১৯ সালের ৩১ আগষ্ট কুষ্টিয়া দৌলতপুর থানায় যোগদান করেন তিনি।