করোনায় সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩০:৩২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
করোনায় সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৬২ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১১ লাখ আট হাজার ৭৪৮ জন। সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ শতাংশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ২৪৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৭৬, চট্টগ্রাম বিভাগে ৬৪, রাজশাহী বিভাগ ২২, খুলনা বিভাগে ৩০ , বরিশাল বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ১০,সিলেট ও রংপুর বিভাগে ১৪ জন মানা যান।



























