করোনায় মৌলভীবাজার ও মাদারীপুরে দুই’জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনায় মৌলভীবাজার ও মাদারীপুরে দুই’জনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি সর্দি-জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ২৩ জুলাই হাসপাতালে ভর্তি হন এবং নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ সনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাত সোয়া ২টায় মৃত্যু হয় তার।
মাদারীপুরের শিবচরে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে রাতে মৃত্যুবরণ করেন। তিনি জ্বর সর্দি ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করালে তার ফলাফল পজেটিভ আসে।