ব্যাপারী বাজারে না আসায় চরম বিপাকে নাটোরের আম চাষীরা
- আপডেট সময় : ০৬:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
করোনার প্রভাবে আম ব্যাপারীরা পাইকারী বাজারে না আসায়, চরম বিপাকে পড়েছেন নাটোরের আম চাষীরা। বর্তমান বাজার দর হিসেবে নাটোরে এবার আম হয়েছে প্রায় পৌনে তিনশ’ কোটি টাকার। আবহাওয়া ভালো থাকায় গত ক’বছরের তুলনায় এবার আমের ফলনও হয়েছে বাম্পার। সরকারী নির্দেশনা মোতাবেক এরই মধ্যে শুরু হয়েছে গাছ থেকে আম পাড়া।
নাটোরের সব উপজেলাতেই আমের বাগান থাকলেও বাগাতিপাড়া এবং বড়াইগ্রাম উপজেলায় আমের উৎপাদন হয় সবচে’ বেশী। জেলায় চলতি মওসুমে সাড়ে ৫ হাজার হেক্টর বাগানে প্রায় ৮০ হাজার টন আম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। কিন্তু করোনার কারণে বাজারে পাইকারী ব্যবসায়ীরা না আসায় চাষী ও স্থানীয় শ্রমিকদের মাথায় হাত পড়েছে।
বাগান মালিকরা জানান, অন্য বছর আমের মুকুল আসা থেকে শুরু করে আম বড় হতে হতে অন্তত তিন-চারবার হাতবদল হতো।এবছর ব্যাপারি না আসায় একবারও বাগান হাতবদল হয়নি। এদিকে, পাকা আম গাছেই নষ্ট হওয়ায় বাধ্য হয়ে নিজেরাই আম পেড়ে স্থানীয়ভাবে কম দামে বিক্রি করছেন।
করোনা ভাইরাসের প্রভাবে নাটোরে উৎপাদিত আম নিয়ে কৃষকরা এবার চরম বিপাকে পড়েছে বলে স্বীকার করেছেন জেলা কৃষি কর্মকর্তাও। তবে তার মতে আমের বাম্পার ফলন হওয়ায় চাষীরা গত দু’বছরের লোকসান পুষিয়ে নিতে পারবে।






















