করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন খ্যাতিমান গজল শিল্পী ভূপিন্দর সিং

- আপডেট সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন খ্যাতিমান গজল শিল্পী ভূপিন্দর সিং।
গতরাত পৌনে ৮টার দিকে ৮২ বছরের এ সংগীতশিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগসহ এই শিল্পী কোলন ক্যানসারেও আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৮২। ‘থোড়ি সি জামিন থোড়া আসমান’, ‘নাম গুম জায়েগা’, ‘ফুসরাত কি রাত দিন’-এর মতো গানের জন্য জনপ্রিয় ছিলেন ভূপিন্দর সিং। তার স্ত্রী- বাংলাদেশের একসময়ের প্রখ্যাত গায়িকা মিতালী মুখার্জী জানান, দশ দিন আগে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার সংক্রমণ ধরা পড়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। দীর্ঘ পাঁচ দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত ভূপিন্দর সিং– মহম্মদ রফি, আরডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ীর মতো শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। বাংলা গানেও তার অবদান স্মরণীয়।