করোনার সম্পূর্ণ টিকা গ্রহণকারীরা অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ২২ মাস পর আবারও খুলে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার ভ্রমণ ভিসা। দেশটির স্বাস্থ্য মন্ত্রলায়ের সবুজ সংকেত পেলেই এ মাসে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।
ভ্রমণ ভিসার ক্ষেত্রে বলা হচ্ছে, করোনাভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহণকারীরা অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন। ২০২০ এর মার্চ থেকে দেশটির আন্তর্জাতিক সীমানা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন থেকে দেশটিতে ভ্রমণ ভিসায় প্রবেশে নিষেধাজ্ঞা চালু রয়েছে। করোনার আগে পর্যটন খাত থেকে প্রায় ১০২ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার আয় করে দেশটি। করোনাকালে এক বিশাল ধাক্কা পায় পর্যটন খাত।




















