করোনার ‘মারাত্মক বিপজ্জনক’ হাইব্রিড ভাইরাসের সন্ধান পাওয়ার দাবি করেছে ভিয়েতনাম
- আপডেট সময় : ০২:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
করোনার ভারতীয় এবং ব্রিটিশ ধরনের সমন্বয়ে হাইব্রিড ভাইরাসের সন্ধান পাওয়ার দাবি করেছে ভিয়েতনাম। নতুন রূপটি বাতাসে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুয়েন থান লং এই নতুন সংস্করণকে ‘মারাত্মক বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, নতুন সন্ধান পাওয়া এই ভ্যারিয়েন্টটি বাতাসের মাধ্যমে খুব দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যায়।নতুন করে কোভিড যাদের শনাক্ত হয়েছে তাদের মধ্যে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এমন অবস্থায় যে জনগোষ্ঠীর একটা বড় অংশ এখনো ভ্যাকসিনের আওতায় আসেনি সেখানে এই সংক্রামক এবং বিপজ্জনক করোনাভাইরাস ছড়িয়ে পড়লে মৃত্যু বেশি হবে। সাম্প্রতিক সময়ে ভিয়েতনামে কোভিড ১৯ সংক্রমণ বেড়েছে। এখন পর্যন্ত ভিয়েতনামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭০০ মানুষ। মারা গেছেন ৪৭ জন। করোনার হাইব্রিড ভ্যারিয়েন্টের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।মহামারি এ ভাইরাসের নতুন ধরন মানুষের মনে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে বিশ্বে মৃতের সংখ্যা ৩৫ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬ লাখেরও বেশি মানুষ।























