সেরাম ইনস্টিটিউটের সাথে আন্তর্জাতিক চুক্তি থাকায় সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০০:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ১৬০৩ বার পড়া হয়েছে
করোনার ভ্যাক্সিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রণালয় বলছে, সেরামের সঙ্গে আন্তর্জাতিক চুক্তি হয়েছে, ভ্যাক্সিন রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় তা ব্যাহত হবে না।
সেরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে ভারত সরকার। চুক্তির আওতায় ভারতের এই প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশের করোনার ভ্যাকসিন পাওয়ার কথা। ভ্যাকসিন রফতানি বন্ধে নিষেধাজ্ঞা নিয়ে সোমবার দুপুরে বৈঠকে বসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
জানুয়ারীর মাঝামাঝি ভারত থেকে ভ্যাক্সিন আসবে- এমন বক্তব্য থেকে সরে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কবে নাগাদ ভ্যাক্সিন মিলবে তা এখনি বলা যাচ্ছে না।
মন্ত্রী আরো জানান, চুক্তি অনুযায়ী মঙ্গলবার অর্ধেক টাকা অর্থাৎ ১২০ মিলিয়ন ডলার ভারতে পাঠানো হবে। ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ভারতের উপর এখনো আস্থা রাখছেন তিনি।
আর স্বাস্থ্য সচিবের দাবি, ভারতের নিষেধাজ্ঞার প্রভাব তাদের সঙ্গে করা বাংলাদেশের চুক্তির ওপর প্রভাব ফেলবে না।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় করোনা ভ্যাকসিন ক্রয় ও সংরক্ষণ বাবদ মোট ৪ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা সংস্থান রাখার প্রস্তাব করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকল্পের আওতায় ২০২১ সালের জুন পর্যন্ত ৩ হাজার ৩০ কোটি টাকা খরচ হবে ভ্যাকসিন কিনতে।























