করোনার বিধিনিষেধে চরম কষ্টে আছেন বগুড়ার নিম্ন আয়ের মানুষ

- আপডেট সময় : ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে দফায় দফায় বিধিনিষেধে চরম কষ্টে আছেন বগুড়ার নিম্ন আয়ের মানুষ। কাজ নেই তাই আয়ও নেই। ঘরে ঘরে চলছে খাবারের অভাব। পেটের ক্ষুধায় কাতরাচ্ছে অনেক পরিবার। তবে জেলা প্রশাসক বলছেন, ফোন করলেই খাবার পৌঁছে দেয়া হচ্ছে।
জাহাঙ্গীর আলম একজন কুলি শ্রমিক। শহরের কলোনী এলাকায় কাজ করেন প্রায় ২০ বছর। প্রতিদিন কাজ করে ভালই চলতো সংসার। কিন্ত কঠোর বিধিনিষেধে কাজ নেই কোথাও। আয়ের পথ একেবারেই বন্ধ। জমা টাকা যা ছিল তাও শেষ। এখন খাবার নেই। একই অবস্থা দিন মজুর,হকার, রিকশাচালক, ভ্যানচালক, গৃহকর্মী, ছোট দোকানী চা, কিংবা পান বিক্রেতাদের ঘরে ঘরে।
পেটের ভাত জোগাতেই ঘরের প্রিয় জিনিসটিও বিক্রি করছে অনেকেই। সরকারি ভাবে কেউ কেউ সাহায্য পেলেও, সহায়তা পৌঁছেনি সবার ঘরে।
৩৩৩ নম্বরে ফোন করে কেউ খাদ্য সহায়তা চাইলেই পৌঁছে দেয়া হচ্ছে, জানালেন বগুড়ার জেলা প্রশাসক।
করোনার অন্ধকার একদিন কেটে যাবে,আবার আলো ফুটবে, জীবন যাত্রা স্বাভাবিক হবে, এমনই প্রত্যাশা সবার।