করোনার কারণে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুম বাতিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে লিগ ওয়ানের ২০১৯-২০ মৌসুম বাতিল হয়ে যায়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা শেষ না হলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্যারিস সেন্ত জার্মেইকে ঘোষণা করা হয় চ্যাম্পিয়ন।
করোনার কারণে সবার আগে লিগ শেষের ঘোষণা দেওয়া ফরাসি লিগ নতুন মৌসুম কিন্তু শুরু করেছে সবার আগে। ১৬৭ দিন পর ফিরেছে লিগ ওয়ান।ইউরোপের অন্য চার শীর্ষ লিগ- প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি ‘আ’ ও বুন্দেসলিগা পুনরায় চালু করে শেষ করেছে মৌসুম। ফরাসি লিগ কর্তৃপক্ষ অবশ্য কোনও ঝুঁকি নিতে চায়নি। অন্য দেশের ফুটবল মাঠে ফিরলেও তারা বন্ধ ঘোষণা করে। গত এপ্রিলে শেষবার মাঠে গড়িয়েছিল ২০১৯-২০ মৌসুমে খেলা।