করোনার অমিক্রন ধরন উচ্চ বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
করোনার অমিক্রন ধরন উচ্চ বৈশ্বিক ঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। ইতিমধ্যে বিশ্বের ৬০টিরও বেশি দেশে করোনার অমিক্রন ধরন ছড়িয়েছে বলে জানায় ডব্লিউএইচও।
অমিক্রন ধরনটির অনেক মিউটেশন হয়েছে। এ জন্য অমিক্রনকে নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ডব্লিউএইচও জানায়, করোনার উদ্বেগজনক নতুন ধরন অমিক্রনের সঙ্গে সম্পর্কিত সামগ্রিক ঝুঁকি বেশ কিছু কারণে অনেক বেশি। প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার অমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে।তবে অমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল ডেটা এখনো সীমিত।
এদিকে যুক্তরাজ্যে অমিক্রনে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।