করোনাভাইরাসের কারণে আদালত বন্ধ থাকবে কিনা এ বিষয়ে সব বিচারপতি বসে সিদ্ধান্ত নেবেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৬৬০ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে দেশের আদালত বন্ধ থাকবে কিনা এ বিষয়ে সব বিচারপতি বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
মুজিবর্ষ উপলক্ষে সুপ্রিমকোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পর একথা বলেন তিনি। প্রধান বিচারপতি আরো বলেন, করোনাভাইরাস নিয়ে জজরা বসে সিদ্ধান্ত নেবেন কী করা যায়। আপাতত আদালতে অবকশকালীন ছুটি চলছে। খোলার আগে সবাই একবার বসবেন। সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের যেন ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। সব কিছু খেয়াল রেখে সিদ্ধান্ত নেয়া হবে। নিম্ন আদালতের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, নিম্ন আদালতও সুপ্রিমকোর্টের অধীনে। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে বিস্তারিত পদক্ষেপ নেয়া হয়েছে। নিম্ন আদালত থেকে সুপ্রিমকোর্ট, সব আদালতে জন্মশতবার্ষিকী বছরব্যাপী উদযাপন হবে।