করোনাকালে রোগী পরিবহণের জন্য সিএনজি অটোরিক্সা সেবা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
করোনাকালে রোগী পরিবহণের জন্য সিএনজি অটোরিক্সা সেবার উদ্বোধন করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
দুপুরে নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সামনে থেকে এই বিশেষ সার্ভিসের উদ্বোধন করা হয়। মহানগর যুবলীগের দুই নেতার দেয়া ২২টি সিএনজি অটোরিক্সার মাধ্যমে দিন-রাত ২৪ ঘন্টা করোনা আক্রান্ত রোগীদের জন্য সম্পুর্ণ বিনামুল্যে এই সেবা পরিচালিত হবে। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ব্যানার লাগানো সিএনজি অটোরিক্সাগুলো অবস্থান করবে। ফোনে কিংবা অন্যকোন মাধ্যমে করোনা আক্রান্ত রোগীর সন্ধান পেলেই তাদেরকে হাসপাতালে পৌঁছে দেয়া, এমনকি হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দেয়ার কাজও করবে বিশেষ এই সিএনজি অটোরিক্সাগুলো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুসহ স্থানীয় নেতাকর্মীরা।














