করোনায় আক্রান্ত হয়ে মাদারীপুর ও মৌলভীবাজারে এক নারীসহ তিন’জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
করোনায় আক্রান্ত হয়ে মাদারীপুর ও মৌলভীবাজারে এক নারীসহ তিন’জনের মৃত্যু হয়েছে।
মাদারীপুর জেলার শিবচরে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে রাতে মৃত্যুবরণ করেন। তিনি জ্বর সর্দি ও শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করালে তার ফলাফল পজেটিভ আসে। তিনি বাড়িতে থেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত রাতে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজারে এক নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের বাসুদেবশ্রী গ্রামের মিনা বেগম সিলেটের একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া, জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের আব্দুল গফুর মিয়া ভোরে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরন করেন।
























