কমপ্লায়েন্স মিটিং না হওয়া পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ : মেয়র আতিকুল ইসলাম

- আপডেট সময় : ০২:১২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
কমপ্লায়েন্স মিটিং না হওয়া পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
সকালে উত্তরায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। মেয়র বলেন, বিআরটি’র কাজে ন্যূনতম নিরাপত্তা নেই। ঝুঁকির বিষয়টি গুরুত্ব না দিয়ে দিনের পর দিন তারা খেয়াল-খুশিমতো কাজ করে আসছে। আগামী বৃহস্পতিবার বিআরটি ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঢাকা উত্তর সিটি করপোরেশন অফিসে ডাকা হয়েছে। নিরাপত্তা না থাকা ও এই দুর্ঘটনার জবাব দিতে হবে তাদের। এদিকে গতকালের দুর্ঘটনায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছেন বিআরটি’র এমডি শফিকুল ইসলাম। তিনি বলেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান- জিয়াংশু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উত্তরার দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এর সাথে জড়িত- তদন্ত করে সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এমন দুর্ঘটনা গ্রহণযোগ্য নয়। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।
সভা পরবর্তী সংবাদ সম্মেলন এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশ্বব্যাংক ও আইএমএফ বিশ্বমন্দার আভাস দিয়েছে জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় অহেতুক উন্নয়ন প্রকল্প না নেয়া এবং অহেতুক ব্যয় বৃদ্ধি না করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী জ্বালানী তেলের মূল্য বৃদ্ধিতে জনগণের কষ্ট লাঘবে আন্তর্জাতিক বাজারের অবস্থা দেখে তেলের দাম শিগগিরই কমানোর কথাও বলেছেন। সভায় ২ হাজার ৫০৫ কোটি টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়।