কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। পিকআপটি উখিয়া থেকে বালুখালী ক্যাম্পের দিকে এবং অটোরিকশা সিএনজিটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। উখিয়াস্থ টিভি টাওয়ার সংলগ্ন কুতুপালংস্থ ট্রানজিট ক্যাম্প এলাকায় এই সংঘর্ষ হয়। পরে স্থানীয় হাইওয়ে পুলিশের সদস্যরা ৬ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। বাকি ২ জনের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।