ওমিক্রন সংক্রমণের মধ্য দিয়ে ইউরোপে করোনা মহামারি শেষ হতে পারে : হ্যানস ক্লাগ
- আপডেট সময় : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
ওমিক্রন সংক্রমণের মধ্য দিয়ে ইউরোপে করোনা মহামারি শেষ হতে পারে। এক সাক্ষাৎকারে এ কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপবিষয়ক পরিচালক হ্যানস ক্লাগ। গতকাল যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসিও একইরকম সম্ভাবনার কথা বলেছেন।
হ্যানস ক্লাগ বলেন, মার্চের মধ্যে ৬০ ভাগ ইউরোপীয় ওমিক্রনে আক্রান্ত হতে পারে। ইউরোপে সংক্রমণ কমে গেলে বেশ কয়েক মাস ধরে বিশ্বব্যাপী রোগপ্রতিরোধ ক্ষমতা থাকবে। টিকা ও সংক্রমিত হওয়ায় মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বেড়েছে। ক্লাগ আরও বলেন, এ বছরের শেষ দিকে আবার করোনার সংক্রমণ হতে পারে। তবে, তার আগে এর প্রভাব খুব বেশি থাকবে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি জানান, দেশটির বিভিন্ন জায়গায় করোনার সংক্রমণ কমে আসছে। যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বে করোনার সংক্রমণের হার কমার এই প্রবণতা থাকলে পরিস্থিতিতে পরিবর্তন আসবে। আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয় বলছে, ওমিক্রনের চতুর্থ ঢেউয়ের পর গত সপ্তাহে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার প্রথমবারের মতো কমেছে।


























