এমপি আব্দুল লতিফকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

- আপডেট সময় : ১১:৩৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা ও বিস্ফোরক মামলায় চট্টগ্রাম-১১ আসনের এমপি আব্দুল লতিফকে গ্রেফতারের পর তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে নগরীর বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ধনিয়ালাপাড়া এলাকায় আব্দুল লতিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালায়। এসময় বোমা বিস্ফোরণ ঘটায় তারা। গ্রেফতারের পর লতিফকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামের একজন গুলিতে আহত হন। এ ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে থানায় এমএ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১৫০ জনকে আসামি করে মামলা করেন।