এবার তামিমের আড্ডায় সারথী সাবেক তিন অধিনায়ক

- আপডেট সময় : ০৮:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
এবার তামিম ইকবালের ফেসবুক আড্ডায় অতিথি সাবেক তিন অধিনায়ক দুর্জয়-সুজন ও সুমন। যেখানে বাংলাদেশ ক্রিকেটের একাল-সেকালের মেলবন্ধন ও তুলনা খুজেঁ বের করেছেন এই তিন ক্রিকেটার। স্মৃতিচারণ করলেন প্রথম টেস্ট, মুলতান টেস্টসহ বিভিন্ন ম্যাচ ও ঘটনার। পাশাপাশি এ তিন সাবেক অধিনায়কের দাবি, সুযোগ সুবিধা কম থাকার পরও দেশের প্রতি ভালোবাসা ছিলো বর্তমানের চেয়ে বেশি।
করোনার সময় তামিম ইকবালের উদ্যোগ কিছুটা হলেও বিনোদিত ভক্ত সমর্থকরা। এবার তামিমের আড্ডায় সারথী সাবেক তিন অধিনায়ক।
গল্পের শুরু করলেন বাংলাদেশের প্রথম টেস্ট ক্যাপ্টেন নাঈমুর রহমান দুর্জয়। জানালেন ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথমবার সাদা পোষাকে খেলার অভিজ্ঞতা।
আলোচনায় ঘুরেফিরে আসে মুলতান টেস্ট। সাদা বলের ক্রিকেটে প্রথমবার জিততে জিততে হেরে যাওয়ার কষ্ট কখনো ভুলতে পারেননি দুর্জয়-সুজনরা। একই সঙ্গে ক্যারিয়ারের তুঙ্গে থাকা শোয়েব আকতার কতটা আগ্রাসী ছিলেন, সে গল্পও তুলে ধরলেন তারা।
আড্ডায় তামিমের সাবেক সতীর্থ হাবিবুল বাশার সুমন তুলে ধরেন মজার স্মৃতি। ভাগাভাগি করলেন, ড্রেসিং রুমের অজানা তথ্য।
সোয়া ঘন্টার আড্ডায় ফুটে উঠে টাইগার ক্রিকেটের একাল-সেকাল। আগে সুযোগ সুবিধার ঘাটতি থাকলেও দেশপ্রেমের কমতি ছিল না। সবাই ছিলেন সাচ্চা দেশপ্রেমিক-এমটাই জানান সাবেক এই তিন ক্রিকেটার।