এদেশের রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে হিংস্রতা আর ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি। তিনি বলেন, তাদের নানা উসকানির মধ্যেও অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েছে সরকার। সকালে নিজ বাসভবন থেকে ডিটিসিএ’র বোর্ড সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে একথা বলেন তিনি। এসময় ঢাকা মহানগরীতে ইজিবাইক এবং ব্যাটারীচালিত রিক্সা বন্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও দুই সিটি করপোরেশনকে কঠোর হওয়ারও নির্দেশ দেন সড়ক পরিবহন মন্ত্রী।
ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ- ডিটিসিএ’র বোর্ড সভায় মঙ্গলবার সকালে বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সিটি করপোরেশন এলাকায় সমন্বয়হীনভাবে সড়ক খোড়াখুড়ি করা যাবে না উল্লেখ করে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
এসময় বিএনপি মহাসচিবসহ দলটির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে এখন দানবীয় আচরণ করছে তারা।
দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে ত্রাসের রাজত্ব কায়েম করাই বিএনপির লক্ষ্য বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।























