এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য বিতর্কের সমাধান হবে: ধর্ম প্রতিমন্ত্রী

- আপডেট সময় : ০৮:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য বিতর্কের পুরোপুরি সমাধান হবে। ভাস্কর্য নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য যা করার দরকার সে বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে।
দুপুরে জামালপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরাসহ অন্যরা।
দুপুরে জামালপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরাসহ অন্যরা।