এক মাসের মাথায় সারাদেশে চলছে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম

- আপডেট সময় : ০৫:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
এক মাসের মাথায় সারাদেশে চলছে গণটিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেয়া প্রায় ৮০ লাখ মানুষকে এবার এই দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। রাজশাহী, খুলনা, নাটোর ও সাভারসহ সারাদেশে গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এদিকে, স্কুল শিক্ষার্থীদের সোমবার থেকে শুরু হবে করোনার টিকা দেয়া।
গণটিকা কর্মসূচির আওতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তারাই আজ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারছেন। রাজশাহীতে সকাল ৯টা থেকে ৮৪টি বুথে টিকা দেয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর যারা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, টিকা কার্ড দেখিয়ে শুধুমাত্র তারাই দ্বিতীয় ডোজ পাচ্ছেন।
সকালে খুলনায় টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
নাটোরেও প্রান্তিক জনপদে উৎসবমুখর পরিবেশে বিশেষ গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায় শুরু হয়।
সাভার ও ধামরাইয়ে চলছে করোনার বিশেষ টিকাদান কার্যক্রম। টিকা দিতে কেন্দ্রগুলোতে বিপুল সংখ্যক মানুষ ভীড় করে।
প্রথমবারের মতোই দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলায় টিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। এদিকে, সোমবার হতে ১২ থেকে ১৭ বছরের ছাত্রছাত্রীদের দেয়া হবে ফাইজারের টিকা। শুরুতে ঢাকা মহানগরে ১২টি কেন্দ্রে ৩৯২টি বুথে শুরু হবে এ কার্যক্রম।