একুশে বইমেলায় বোমা হামলার উড়ো চিঠি

- আপডেট সময় : ০২:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বোমা হামলার হুমকি পর অমর একুশে বইমেলা ও পুলিশ সদর দফতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকে বাংলা একাডেমি ও বই মেলা প্রাঙ্গণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য।
বৃহস্পতিবার অমর একুশে বই মেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি দিয়েছে আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। শাহবাগ থানার ওসি নূর মোহাম্মাদ এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে মাওলানা সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির স্বাক্ষর রয়েছে। এ ঘটনায় বাংলা একাডেমির নিরাপত্তা প্রধান জাহাঙ্গীর আলম বাদী হয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন। এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর একটি চিঠি যায়। চিঠিতে অমর একুশে বই মেলায় বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে আতঙ্কিত বাংলা একাডেমি কর্তৃপক্ষ।