উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে: হানিফ

- আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
সরকারের ধারাবাহিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কারণেই বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পেক্ষাপট নিয়ে এক আলোচনায় হানিফ আরো বলেন, নির্বাচন নিয়ে টালবাহানার কোন রেকর্ড আওয়ামী লীগের নেই, বিএনপির আছে। বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দু’বারই জোর করে ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছে। পরে তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয় বিএনপি।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেছেন, পুরোনো কায়দায় আগুন সন্ত্রাসের মহড়া করছে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে এই অপতৎপরতা শুরু করেছে তারা। এদের প্রতিরোধের পাশাপাশি দাঁতভাঙা জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তারা।