উন্নয়নের জন্য নয়, বরং দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধ্বগতিতে সারাবিশ্বকে তাক লাগিয়েছে ক্ষমতাসীনরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
উন্নয়নের জন্য নয়, বরং দ্রব্যমূল্যের ভয়াবহ উর্ধ্বগতিতে সারাবিশ্বকে তাক লাগিয়েছে ক্ষমতাসীনরা এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। নিম্নবিত্ত, মধ্যবিত্তরা অসহায় বর্তমান সরকারের কাছে৷ বাজারে নজরদারি নেই বর্তমান সরকারের বরং লুটপাটেই তাদের নজর৷ সরকারের সরাসরি মদদে কালোবাজারী সিন্ডিকেট একের পর জিনিসপত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। যারা এই দাম বাড়াচ্ছে তারা সবাই ক্ষমতাসীন দল অথবা তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মী। বাজারের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির মাধ্যমে লুটপাট করে ক্ষমতাসীনরা বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছে। খাদ্যমন্ত্রীর নিজস্ব রাইসমিলের নিয়ন্ত্রণের কারণে চালের দাম বেড়েই চলেছে, জনগণ ক্ষুব্ধ।