উনিশ দিনের কর্মবিরতিতে হবিগঞ্জের চা শ্রমিকদের পরিবারে খাদ্য সংকট চরমে

- আপডেট সময় : ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের ২৪টি বাগানে ১৯ দিনের কর্মবিরতিতে বিপাকে পড়েছেন সাধারণ চা শ্রমিকরা। কাজ না থাকায় মিলছে না মজুরি ও রেশন। অনেকের ঘরেই এখন খাবার সংকট। এদিকে..মজুরি বৃদ্ধির আন্দোলনে এবার যোগ দিয়েছে শ্রমিকদের সন্তানরাও। সংকট নিরসনে গণভবনে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সংগে বৈঠকে বসেছেন। শ্রমিকরা আশাবাদি এ বৈঠকে দাবি পূরণের বিষয়টি সমাধান হবে। শেষ হবে আন্দোলন।
গত ৯ আগস্ট ১২০ থেকে ৩০০ টাকা মজুরী বৃদ্ধির দাবীতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা। এরপর থেকে দাবী আদায়ের জন্য প্রতিদিনই বাগানগুলোতে মিছিল, বিক্ষোভ সমাবেশ করে আসছে শ্রমিকরা। কয়েকবার ঢাকা-সিলেট মহাসড়কও অবরোধ করে তারা। সমাধানের লক্ষ্যে কয়েক দফা বৈঠক করেন জেলা প্রশাসন। আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখেন শ্রমিকরা।তবে, দীর্ঘদিন ধরে আন্দোলনের ফলে বিপাকে পড়েছেন সাধারণ শ্রমিকরা। মজুরি ও রেশন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা।
প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের উপরই ভরসা করছেন শ্রমিক নেতারা।
প্রধানমন্ত্রীর কাছে ২০ দফা দাবিসহ লিখিত আকারে শ্রমিকদের দাবী পৌঁছে দেয়ার কথঅ জানান শ্রমিক নেতা।