উচ্চমূল্যের ইভিএম সরাসরি ফলাফল তৈরিতে অক্ষম : সুজনের সেমিনারে বিশেষজ্ঞরা

- আপডেট সময় : ০৮:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ইভিএম মেশিন সরাসরি ফলাফল তৈরিতে অক্ষম, অপারটেরদের ওভার রাইডের ক্ষমতা, ভোট গণনায় যথেষ্ট কারসাজির সুযোগসহ একাধিক ত্রুটি রয়েছে বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিক..সুজন। জাতীয় প্রেসক্লাবে এর কারিগরি দিক নিয়ে সেমিনারে এ কথা জানান বক্তারা। সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, অর্থনৈতিক সংকটকালে ইভিএমের উচ্চ খরচ অযৌক্তিক।
জাতীয় নির্বাচনে ইভিএমের উপযোগিতা; কারিগরি দিক পর্যালোচনা ও নির্বাচনে এর প্রভাব নিয়ে সেমিনার করে সুশাসনের জন্য নাগরিক..সুজন। এতে ইভিএমের নানা দিক তুলে ধরেন, প্রবাসী প্রযুক্তিবিদ ফয়েজ আহমেদ তৈয়ব।
তিনি বলেন, ইভিএমে ইন্টারনেট সংযোগ না থাকলেও, কমিশনের নিজস্ব কম্পিউটারে যুক্ত থাকায় তা নিয়ন্ত্রন সম্ভব। এতে মাষ্টার ডাটাবেজ নেই। এছাড়া, ওভার রাইডের সুযোগসহ বিভিন্ন ত্রুটি তুলে ধরেন তিনি।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, ইভিএমের প্রতি সাধারন মানুষের অনাস্থার পাশাপাশি ভোটারের উপস্থিতিও কমে যায়।
অর্থনৈতিক এই সংকটে, উচ্চদামে ইভিএম আমদানি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
অংশগ্রহন ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পাশাপাশি জনগনের আস্থা অর্জনে নির্বাচন কমিশনকে আহবান জানান তিনি।