ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের সমাগম
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
- / ১৭৯৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে ভ্রমণপিপাসু মানুষের সমাগম ঘটেছে দেশের প্রধান বিনোদন কেন্দ্র পর্যটন নগরী কক্সবাজারে। ইতোমধ্যে পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরকেও সৈকত বালিয়াড়ি এবং আশপাশের পর্যটন স্পটগুলোতে ঘোরাফেরা করতে দেখা গেছে। বিশেষ করে পাথরের সৈকত ইনানী এবং পাহাড় সমুদ্রের সাথে মিতালী করে বয়ে যাওয়া দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কে বেশি ঘোরাঘুরি করছেন পর্যটকরা। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতারা জানান, হোটেল গেস্ট গাউসগুলোর ৯০ শতাংশ কক্ষই বুক হয়ে গেছে। ফলে ভাল ব্যবসা হবে বলে আশা করছেন তারা। অন্যদিকে আগত পর্যটকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

 
																			 
																		
























